Web Design মানে হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে বা এর সাধারন রূপ কেমন হবে তা নির্ধারণ করা। ওয়েব ডিজাইনার হিসেবে আপনার কাজ হবে একটা পূর্ণাঙ্গ ওয়েব সাইটের টেম্পলেট বানানো। যেমন ধরুন এটার লেয়াউট কেমন হবে। হেডারে, মেনু কোথায় থাকবে, সাইডবার হবে কিনা, ইমেজগুলো কিভাবে প্রদর্শন করবে ইত্যাদি। ভিন্ন ভাবে বলতে গেলে ওয়েবসাইটের তথ্য কি হবে এবং কোথায় জমা থাকবে এগুলো চিন্তা না করে, তথ্যগুলো কিভাবে দেখানো হবে সেটা নির্ধারণ করাই হচ্ছে ওয়েব ডিজাইনার এর কাজ। আর এই ডিজাইন নির্ধারণ করতে ব্যাবহার করতে হবে HTML, CSS, JavaScript এবং জাভাস্ক্রিপ্টের বিভিন্ন লাইব্রেরি যেমন- JQUERY লাইব্রেরি ও বিভিন্ন ফ্রেমওয়ার্ক ইত্যাদি। ওয়েব ডিজাইনারদের কে আমরা Front-end ডেভেলপার ও বলতে পারি।
এই কোর্সে আমরা আপনাকে শেখাবো কিভাবে আপনি HTML, CSS, JavaScript এবং JQUERY ব্যবহার করে বিভিন্ন ধরণের ওয়েব সাইট ডিজাইন করবেন। থাকবে অসংখ্য প্রজেক্ট। সেই সাথে থাকবে Bootstrap এবং TailwindCSS নিয়ে A-Z আলোচনা, এগুলোর প্রয়োগ এবং অসংখ্য প্রজেক্ট।
As a highly experienced and ZEND Certified PHP Engineer with expertise in PHP, Laravel, Python, Django, JavaScript, NodeJS, ReactJS, NextJS, VueJS, and NuxtJS, I am confident in my ability to deliver exceptional software solutions.