পিএইচপি নিয়ে এই কোর্সে আমরা একদম শুরু থেকে অ্যাডভান্সড সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়া চেষ্টা করা হবে, প্রত্যেকটি ফীচার এবং ফাঙ্কশন গুলো বাস্তব জীবনে বিভিন্ন সমস্যার সমাধানে কিভাবে ব্যবহার করা যেতে পারে তা দেখানোর।
এই কোর্সটি পিএইচপি-তে একজন প্রোগ্রামার কে PHP Language এর উপর একটি দৃঢ় ভিত্তিই শুধু প্রদান করবেনা একইসাথে একজন প্রব্লেম সল্ভার এবং প্রফেশনাল পি এইচ পি প্রোগ্রামার হিসেবে গড়ে তুলবে। কোর্সটি তে আপনাকে PHP লেটেস্ট ভার্সন ৮.৩ এর বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু শেখানো হবে এবং প্রত্যেকটি ফীচার এবং ফাঙ্কশনের বাস্তব ব্যবহার দেখানো হবে।
বর্তমানে আমরা PHP এর ১২ টি টপিকের উপর মোট ১৭০ ঘন্টা এবং ৩৩০ টি লেসন সম্পন্ন করেছি। আপনি নিশ্চিত থাকুন অচিরেই আমরা আরো বহু টপিক, বহু ঘন্টা এবং বহু লেসন যুক্ত করব (ইনশা আল্লাহ )। যা আপনার কল্পনাকেও হার মানাবে।
=> প্রথম টপিকস এ আমরা একদম নতুনদের জন্য "পিএইচপির প্রাথমিক বিষয়সমূহ" নামের একটি অধ্যায়ে ১৩ টি মৈলিক বিষয়ে প্রায় ৫ ঘন্টা আলোচনা করেছি।
=> দ্বিতীয় টপিকস এ আমরা "PHP Operator গুলো নিয়ে Advance আলোচনা" অধ্যায়ে শুধু মাত্র পি এইচ পি এর অপারেটর গুলো নিয়ে মোট ছয়টি লেসনে প্রায় ৩ ঘন্টা আলোচনা করেছি। এই অধ্যায়ে আমরা প্রতিটি অপারেটর এর থিওরিটিক্যাল আলোচনার পাশাপাশি প্রতিটি অপারেটরের একাধিক বাস্তব ব্যবহার দেখিয়েছি। বিশেষ করে Bitwise Operator ব্যবহার করে কিভাবে User Permission এবং Encryption/ Decryption সিস্টেম তৈরির মতো অ্যাডভান্স কাজ গুলো করা যায় তা দেখিয়েছি।
=> তৃতীয় টপিকস এ আমরা "PHP Control Structure এর সবকিছু" অধ্যায়ে শুধু মাত্র PHP এর Control Structure গুলো যেমন: if, if else, if elseif ...n..elseif else, switch, loop, break, continue, goto, match, declare, file inclusion নিয়ে মোট ১০ টি লেসনে প্রায় ৪ ঘন্টা আলোচনা করেছি। এই অধ্যায়ে আমরা প্রতিটি Control Structure এর থিওরিটিক্যাল আলোচনার পাশাপাশি প্রতিটি Control Structure একাধিক বাস্তব ব্যবহার দেখিয়েছি। বিশেষ করে match Control Structure এবং declare Control Structure এর একাধিক বাস্তব ব্যবহার দেখিয়েছি।
=>চতুর্থ টপিকস এ PHP Variable এবং function গুলো নিয়ে ৬ টি অধ্যায় ৫৬ টি লেসনে প্রায় ১৫ ঘন্টা আলোচনা করেছি। এর মধ্যে Variable এর ফীচার গুলোর মধ্যে Variable Scope, Variable Variables, Reference Variables, Variable Functions ফীচার নিয়ে বিস্তারিত থিওরিটিক্যাল আলোচনার পাশাপাশি একাধিক বাস্তব ব্যবহার দেখিয়েছি। আবার Functions এর ফীচার গুলোর মধ্যে Recursive function , Nested Function, Packing এবং Unpacking Arguments, Anonymous, lambda, Closures, Arrow Functions, এবং Ticks নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই ৬ টি অধ্যায়ে প্রতিটি ফীচারের উপর সর্বমোট ৪৭ টি বাস্তব কাজের ব্যবহার দেখানো হয়েছে।
=>পঞ্চম টপিকস এ আমরা Data Format এবং Types নিয়ে মোট ২০ টি লেসনে প্রায় ১২ ঘন্টা আলোচনা করেছি। বিশেষ করে PHP-তে Data Type System নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে , পাশাপাশি XML, SimpleXML, DOMDocument, এবং JSON নিয়ে আলোচনা করেছি। এবং এই তিনটি বিষয়ের উপর তিনটি real-life project দেখিয়েছি। আপনি নিশ্চিত থাকুন , ইনশা আল্লাহ, এই পর্বে আমরা বাস্তব জীবনে ব্যবহার যোগ্য আরো দারুন সব কাজ দেখাবো। যা আপনার কল্পনাকেও হার মানাবে।
=>৬ষ্ঠ টপিকস এ আমরা PHP array কে নিয়ে ১৬ টি অধ্যায়ে মোট ৯২ টি লেসনে প্রায় ৪০ ঘন্টা একদম বেসিক থেকে অ্যাডভান্স আলোচনা করেছি। এই পর্বে অনেকগুলো array ফাঙ্কশন বাস্তব জীবনে কি ধরণের কাজে ব্যবহার হতে পারে, তার বহু উদাহরণ আমরা আপনাকে হাতে কলমে প্রজেক্ট করে দেখিয়েছি । আপনি নিশ্চিত থাকুন , ইনশা আল্লাহ, এই পর্বে আমরা বাস্তব জীবনে ব্যবহার যোগ্য আরো দারুন সব কাজ দেখাবো, যা আপনার কল্পনাকেও হার মানাবে। এবং আপনার ভবিষ্যতের ওয়েব ডেভেলপমেন্ট এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজকে সহজ এবং গতিশীল করতে সাহায্য করবে।
সপ্তম টপিকস এ আমরা PHP তে String এবং Regular Expression নিয়ে ২ টি অধ্যায়ে মোট ১৬ টি লেসনে প্রায় ১৫ ঘন্টা String এবং Regular Expression এর উপর একদম বেসিক থেকে অ্যাডভান্স আলোচনা করেছি। এই পর্বে আমরা String এর ফাঙ্কশনগুলোকে ক্যাটাগরি ওয়াইজ বাস্তব ব্যবহার দেখিয়েছি এবং Regular Expression এর বিভিন্ন প্যাটার্ন গুলোকে বাস্তব জীবনে কি ধরণের কাজে ব্যবহার হতে পারে, তার বহু উদাহরণ আমরা আপনাকে হাতে কলমে দেখিয়েছি । আপনি যদি এই দুই অধ্যায় ভালোভাবে প্রাকটিস করতে পারেন , তাহলে আমরা নিশ্চিত, ইনশা আল্লাহ, আপনি যেকোনো ধরণের String Searching, Validation, Sanitization, Filtering এবং replace এর কাজ খুব সহজে করতে পারবেন। এবং আপনার ভবিষ্যতের ওয়েব ডেভেলপমেন্ট এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করার সময় যেকোনো জটিল সমস্যাকে খুব সহজেই সমাধান করতে পারবেন।
অষ্টম টপিকস এ আমরা Databases এবং SQL এর এর উপর A to Z আলোচনা করেছি। এটাকে সম্পূর্ণ একটি আলাদা MySQL Database কোর্স বললে কোনো ভাবেই অতিরিক্ত বলা হবে না। এই অধ্যায়ে মোট ৩৪ টি লেসনে প্রায় ১৫ ঘন্টারও বেশি সময় ধরে Relational Database এবং SQL এর উপর একদম বেসিক থেকে অ্যাডভান্স আলোচনা করেছি। এই পর্বে আমরা একটি e-commerce এ SQL এর যতধরণের ব্যবহার হয় তার প্রায় সব কিছু দেখিয়েছি। ডেটাবেজের এর বিভিন্ন SQL কোয়েরি গুলোকে বিভিন্ন ধরণের বাস্তব ব্যবহার দেখিয়েছি এবং SQL এর বিভিন্ন ফীচার গুলোকে বাস্তব জীবনে কি ধরণের কাজে ব্যবহার হতে পারে, তার বহু উদাহরণ আমরা আপনাকে হাতে কলমে দেখিয়েছি । সর্বশেষ Laravel এবং CodeIgniter এর মতো ফ্রেমওয়ার্ক গুলোর জন্য কিভাবে একটি Query Builder তৈরি এবং ব্যবহার হয়, তার একটি বাস্তব প্রয়োগ দেখানো হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস , আপনি যদি এই লেসন গুলো ভালোভাবে প্র্যাক্টিস করেন, আপনি পৃথিবীর যেকোনো সেরা অপ্প্লিকেশন ডেভেলপমেন্ট খুব সহজে করতে পারবেন। এবং ডেটাবেস সম্পর্কৃত সব সমস্যার সমাধান আপনি নিজে নিজেই করতে পারবেন ইনশা আল্লাহ।
As a highly experienced and ZEND Certified PHP Engineer with expertise in PHP, Laravel, Python, Django, JavaScript, NodeJS, ReactJS, NextJS, VueJS, and NuxtJS, I am confident in my ability to deliver exceptional software solutions.
24-Feb-2024
I took the php course of Masud Alam Sir and I was very impressed by his teaching style and expertise. He is a certified engineer on ZEND PHP 5.3 and has 12 years of experience in web development and leadership positions. He is also a ZCPE PHP 7 certification and professional web development course instructor at w3programmers Training Institute. The course covered the basics of php, such as syntax, variables, operators, control structures, functions, arrays, and forms. It also introduced some advanced topics, such as object-oriented programming, database connectivity, security, sessions, cookies, file handling, and web services. The course was very practical and hands-on, with plenty of examples and exercises to reinforce the concepts. Masud Alam Sir was very helpful and supportive, always ready to answer questions and provide feedback. He also shared some useful tips and tricks for php development, such as debugging tools, coding standards, and best practices. The course was well-structured and organized, with clear objectives and outcomes. The course materials were comprehensive and up-to-date, with slides, notes, and code snippets. The course also included some quizzes and assignments to assess the learning progress and performance. The course fee was reasonable and affordable, considering the quality and value of the course. I would highly recommend this course to anyone who wants to learn php or improve their php skills. Masud Alam is a great teacher and mentor, who can make php easy and fun to learn. He is very knowledgeable and passionate about php, and he can inspire and motivate his students to achieve their goals. This course was one of the best courses I have ever taken, and I am very satisfied with the outcome.
18-Feb-2024
I was Masud sir's student since 2022. His exceptional teaching technique always amazed me. I learned a lot of exceptional and unknown mechanism of PHP from his classes. Also it helped me a lot to solve some complex problem in my development career. Recently I started The mastering of PHP course again for improving my PHP knowledge. And believe me, I am fully astonished when watching those videos. You will be thinking like you are just sitting in front of him. He tried to demonstrate and discuss every point. I think purchasing this video is worth the value for money. Always I always pray for Masud Alam sir and wish him well for his restless efforts and dedication.
17-Feb-2024
একজন Zend সার্টিফাইড ইঞ্জিনিয়ার এর কাছ থেকে শিখার সব চাইতে বড় বেনিফিট হলো একদম কোর থেকে শিখা যায়, একই কোড বিভিন্ন ট্যাকনিকে সহজে ব্যবহার করার গাইডলাইন পেয়ে যাবেন। আর স্যারের এই কোর্সে বাংলায় সহজ সাবলীল ভাষায় শিখানোর গুণটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আর সাথে স্যারের দীর্ঘ দশকের অভিজ্ঞতার আলোকে দিকনির্দেশনা তো আছেই। আমি মনে করি বাংলা ভাষাভাষী শিক্ষার্থীরা PHP এর উপর এই কোর্স থেকে সুন্দর একটি গাইডলাইনের মাধ্যমে দক্ষ হয়ে উঠার সুযুগ রয়েছে। স্যারকে অনেক ধন্যবাদ এই কোর্সটি অনলাইনে নিয়ে আসার জন্য। স্যারের সুস্বাস্থ্য কামনা করি ও শুভকামনা রইল।
17-Feb-2024
The PHP and MySQL Mastering Course deserves a solid 5-star rating. It offers a meticulously structured curriculum with clear documentation, facilitating a deep understanding of PHP and MySQL. Masud Sir's expertise shines through, providing invaluable insights and real-world examples. Whether you're a beginner or a seasoned developer, this course is an invaluable resource for mastering PHP and MySQL. Highly recommended for anyone serious about PHP.
16-Feb-2024
Masud Vi is an exceptional mentor for PHP, offering invaluable guidance and support to enhance learning and development in the field.
14-Feb-2024
পিএইচপি নিয়ে কাজ করি সেই ২০১০ থেকে (গ্যাপ ছিল). এই কোর্সটি করার পর মনে হলো, আমি এতদিন পিএইচপি এর ৩০% ও জানতাম না। এক কথায় পিউর পিএইচপির জন্য এটা একটা অসাধারণ কোর্স। ধন্যবাদ স্যারকে আমাদের এত Deeply শেখানর জন্য। জাযাকাল্লাহ খায়ের।
12-Feb-2024
I recently completed the PHP and MySQL Mastering Course offered by w3programmers and found it extremely beneficial. The course is well-designed, making complex topics accessible and engaging. It covers everything from the basics to more advanced aspects, ensuring a solid understanding of both PHP and MySQL. The practical exercises and projects were particularly valuable, allowing me to apply what I learned in a real-world context. The instructors were knowledgeable and supportive, always available to answer questions and provide feedback. This course significantly improved my web development skills, making me more confident in my abilities. I highly recommend it to anyone looking to enhance their knowledge in PHP and MySQL. It's a comprehensive guide that's both informative and easy to follow, ideal for improving your skills in today's web development landscape.
11-Feb-2024
পি এইচ পি নিয়ে এর আগে অনেক কোর্সে এনরোল করেছি। কিন্তু কথাও গিয়ে সন্তুষ্টি পাইনি, কারন কোথাও এই কোর্সের মত বেসিক জিনিস গুলো গভীরে গিয়ে বুঝানো হয়নি। আমার মনে হয়না এই কোর্স করার পর পি এইচ পি নিয়ে আর কিছু জানার বাকি থাকবে।
10-Feb-2024
I recently had the opportunity to enroll in the 'PHP and MySQL Mastering' course, and I must say it exceeded my expectations on multiple fronts. Developed and delivered by professionals who have experience, this course is a valuable resource for both beginners looking to get started in web development and experienced developers aiming to enhance their skills. Highly recommended to all.
15-Jan-2024
It is one of the best PHP course. The teaching style and helping mentality of Masud bhai is just awesome. I was confused before joining this course but now I know it was one of my best decision. You'll have everything here to become a PHP pro programmer. I can guarantee you that if you join this course and follow the instruction properly, you'll become a professional PHP programmer. Thank you Masud Bhai for creating this course.
15-Jan-2024
বাংলাদেশের বেশিরভাগ Zend ইঞ্জিনিয়ার তার হাতে তৈরি তাই আমি মনে করি আমার রিভিউ পড়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে না আপনি একটু ঘাঁটাঘাঁটি করলেই বুঝতে পারবেন যে উনার অভিজ্ঞতা এবং বুঝানোর দক্ষতা কেমন। আমি বলব আপনি নির্দ্বিধায় জয়েন করতে পারেন আশা করি আপনি ভাল কিছু শিখবেন এবং ভালো কিছু শেখা অনেকাংশে আপনার উপর নির্ভর করে অর্থাৎ আপনি কেমন পরিশ্রম করবেন তার উপর ।
14-Jan-2024
পিএইচপি শেখার জন্য সব থেকে বেস্ট কোর্স এটি, একদম বিগেনার থেকে অ্যাডভান্স লেভেল যাওয়ার জন্য যা লাগে সবই আছে এই কোর্সএ। এত সুন্দর ভাবে কঠিন টপিক গুলো আর কেও বুজাবে না । আমি খুবই উপকৃত । আমি Highly Recommend করসি এই কোর্স করার জন্য । আমার এই কোর্স করার পর আমার আর ভিন্নভাবে লারাভেল ফ্রেমওয়ার্ক শিখা লাগে নাই । ধন্যবাদ স্যার এই রকম একটি কোর্স দেয়ার জন্য।
13-Jan-2024
I recently completed the Mastering PHP course, and I must say it was a highly rewarding experience. As someone with a basic understanding of PHP, I was looking to deepen my knowledge and enhance my skills, and this course exceeded my expectations. I want to extend my heartfelt thanks to Masud Bhai for his dedication and expertise.
13-Jan-2024
As a WordPress developer, I wanted to learn more about PHP cause WordPress's backend language is PHP. When I joined this course I felt great cause what I did previously was blank knowledge of PHP. With this course now I can understand basic to advanced everything. This course helped me to improve my skills more and more. I am thankful to Masud vai. He is a very cool and well-mannered instructor.
25-Oct-2023
অত্যান্ত সাবলীল ভাষায় PHP শিক্ষার জন্য এই কোর্স টি beginner দের জন্য একটি চমৎকার চয়েস হতে পারে বলে আমি মনে করি। PHP তা জিরো টু হিরো হবার জন্যে এই কোর্স টি কনটেন্ট দিয়ে অনেক সুন্দর করে সাজানো। ধন্যবাদ স্যার এই রকম একটি কোর্স উপহার দেয়ার জন্য।
24-Oct-2023
পিএইচপি শেখার জন্য সব থেকে বেস্ট কোর্স এটি, একদম বিগেনার থেকে অ্যাডভান্স লেভেল যাওয়ার জন্য যা লাগে সবই আছে এই কোর্সএ। এক অসাধারণ অভিজ্ঞতা!!! ধন্যবাদ স্যার এই রকম একটি কোর্স দেয়ার জন্য।